
গাজীপুরে নিহত জঙ্গিদের লাশ কুর্মিটোলা হাসপাতালে
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
গাজীপুর সিটি করপোরেশন এলাকার হাঁড়িনাল ও পাতারটেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে স্থানান্তর করা হয়েছে।
সোমবার রাতে এ তথ্য জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন।
তিনি জানান, ঢামেক হাসপাতাল মর্গের ফ্রিজ নষ্ট ও স্থান সংকুলান না হওয়ায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জঙ্গির লাশ স্থানান্তর করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জঙ্গিদের লাশগুলো সংরক্ষণের জন্য ঢামেকেহাসপাতালের হিমঘরে পাঠানো হয়।
উল্লেখ্য, গাজীপুরে শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে নয় জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশ ও সোয়াটের অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়।
তাদের ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ফেসবুক পাতায় এবং তাদের নিজস্ব পোর্টালে জঙ্গিদের ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে বিস্তারতি তথ্য জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া হাড়িনাল পশ্চিমপাড়ার লেবুবাগানে র্যাবের অভিযানে দুইজনের মৃত্যু হয়।
এদিকে, পাতারটেক এলাকায় জেএমবির ঢাকা বিভাগীয় কামান্ডার ফরিদুর রহমান ওরফে আকাশসহ সাত জঙ্গি নিহতের ঘটনায় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরকরেছেন।
তবে হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র্যাবের অভিযানে আরও দুই জঙ্গি নিহতের ঘটনায় রোববার বিকাল পর্যন্ত কোন মামলা হয়নি।