
মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক তরুণী কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ফয়সাল (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
সােমবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূজা মণ্ডপের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফয়সাল রাতে বন্ধুদের নিয়ে পুরা এলাকায় দুর্গাপূজা দেখতে যান। সে সময় এক তরুণীকে কেন্দ্র করে ফয়সালের সঙ্গে আকাশ নামে এক তরুণের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়সালকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফয়সালের সঙ্গ থাকা বন্ধু ও স্থানীয়দের গণপিটুনিতে আহত হন আকাশ চোকদার (২২) ও শাহীন (২২) নামে দুই যুবক। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বাংলানিউজকে জানান, এই ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের ফয়সালের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।