জেলার সংবাদ

পীরগঞ্জে আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁ গ্রামের খরেশ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে মারা গেছেন- খরেশ চন্দ্র, কেয়া রাণী (৩৮), সন্ধ্যা রাণী (২২), নাইস (১৩) ও নির্ণয় (৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, খরেশ চন্দ্রের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলের তেল ভর্তি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পাশের ঘরে রাখা পাটে আগুন লেগে এর তীব্রতা বেড়ে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে গৃহকর্তা খরেশের স্ত্রী কেয়া রাণী (৩৮) ও তার শ্যালিকা সন্ধ্যা রাণী (২২) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আহত খরেশের শিশুকন্যা নাইস (১৩) এবং পুত্র নির্ণয়কে (৮) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। খরেশকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে তিনিও না ফেরার দেশে চলে যান।

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, খরেশ চন্দ্র পেশায় ট্রাফিক পুলিশ। তিনি দিনাজপুরে কর্মরত ছিলেন। পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button