
লক্ষ্মীপুরে বাল্য বিবাহের আসর থেকে বরসহ আটক
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
লক্ষ্মীপুরে পৃথক বাল্য বিবাহের আসর থেকে বরসহ পাঁচ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের কাছ থেকে মুছলেকা আদায় করে প্রত্যেককে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
সোমবার সদর উপজেলার রাজিবপুর ও মহাদেবপুর গ্রাম থেকে তাদের আটকের পরে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- রাজিবপুর গ্রামের আবু ছিদ্দিক, শাহাপুর গ্রামের লোকমান হোসেন, মহাদেবপুর গ্রামের আবদুল হাসিম, কামাল হোসেন এবং কাজি মো. ওসমান গণি।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজিবপুর গ্রামের আবু ছিদ্দিকের পুত্র রং মিস্ত্রি মো: মাসুদ (২৫) সঙ্গে শাহাপুর গ্রামের লোকমান হোসেনের মেয়ে ও শাহাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তারের (১৩) বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান অভিযান চালিয়ে বর মো. মাসুদ, তার পিতা আবু ছিদ্দিক এবং কনের পিতা লোকমান হোসেন কে আটক করেন।
এদিকে, মহাদেবপুর গ্রামের আবদুল হাসিমের পুত্র আবুধাবী প্রবাসী মো. লোকমান হোসেন (২৩) সঙ্গে দক্ষিণ রায়পুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের মেয়ে ও রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী আয়েশা আক্তারের (১৪) বাল্য বিবাহের খবর শুনে তা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় কাজি মো. ওসমান গণি, বর কামাল হোসেন, বরের পিতা আবদুল হাসিম কে আটক করা হয়।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সাংবাদিকদের জানান, রাতে পৃথক দুটি বাল্য বিবাহের আসর থেকে বরসহ পাঁচ জনকে আটক করা হয়। পরে বাল্য বিবাহ নিরোধ আইনে মুছলেকা আদায় করে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভবিষ্যতে একই অপরাধে জড়িত থাকলে জেল ও জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
বাল্য বিবাহ রোধে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।