
জেলার সংবাদ
বরগুনায় ইয়াবা সেবনের সময় যুবক আটক
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
বরগুনায় ইয়াবা সেবনের সময় একাধিক মামলার আসামি মো. রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের খাড়াকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, এক সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় রাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।