
শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী উত্তর বাঁকাকুড়া গ্রামে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়াও একজন নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
নিহত ওই কৃষকের নাম বাশি রাম সাংমা (৫৫)। তিনি উত্তর বাঁকাকুড়া গ্রামের টক্কা রাম মারাকের ছেলে। আহতরা একই গ্রামের ওই নিহত কৃষকের ছেলে রোকন মারাক(১৪), তালুকদারের মেয়ে কোকিলা(৪০) ও মাক্কু কামারের ছেলে সজিব(১৫)। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় অর্ধশতাধিক বন্যহাতি পাহাড় থেকে উত্তর বাকাকুড়া গ্রামের লোকালয়ে নেমে এসে ঘরবাড়িতে হামলা করে এবং ধান ক্ষেতের ধান নষ্ট করে।
বন্যহাতি আক্রমণ চালিয়ে ওই গ্রামের কমপক্ষে ২টি ঘর ভাংচুর করে। এ সময় বন্যহাতির আক্রমণে কৃষক বাশি রাম সাংমা নিহত হয় এবং ওই নারীসহ তিনজন গুরুতর আহত হয়। বন্যহাতির দল ওই গ্রামের প্রায় ৩/৪ একর ক্ষেতের উঠতি ধান খেয়ে ও মারিয়ে বিনস্ট করে। বন্যহাতির দল সোমবার রাত ৯টা পর্যন্ত ওই গ্রামেই অবস্থান করছিল। অনেক মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির দল প্রায় দুই মাস ধরে তাণ্ডব অব্যাহত রেখেছে।
ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা এবং ইউএনও সেলিম রেজা হতাহতের ঘটনা, ভাংচুর এবং ক্ষেতের ধান বিনষ্টের সংবাদ নিশ্চিত করেছেন।