
জেলার সংবাদ
আত্রাইয়ে দূর্গা মন্দিরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নওগাঁর আত্রাই উপজেলায় একটি দূর্গা মন্দিরে পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
সোমবার রাত পোনে ৯টার দিকে উপজেলার তিলাবদুরী সার্বজনীন দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন- তৃপ্তি (৬), ছাব্বির (৮), রাজু (১২), রনি (১১) ও শ্রী অর্জুন (২৫), শ্রী তাপস (১৫) এবং শ্রী সুনীল (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতের আঁধারে কুকুরটিকে মারা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।