
জেলার সংবাদ
সাভারে মদ কারখানার সন্ধান, বাবা-ছেলে আটক
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সাভারের চাপাইন এলাকায় একটি দেশি মদ কারখানা সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কারখানা থেকে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাঁচ’শ লিটার দেশীয় মদ।
সোমবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে চাপাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- তপন দী কোষ্টা ও তার ছেলে হারী দী কোষ্টা।
এ বিষয়ে ঢাকা (উত্তর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় একটি দেশি মদ কারখানার সন্ধান পাওয়া যায়। রাতে সেখানে অভিযান চালিয়ে মদ তৈরি ও বিক্রির অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া কারখানা থেকে পাঁচ’শ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।