
জিকা ঝুঁকিতে সমগ্র এশিয়া: ডব্লিউএইচও
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সমগ্র এশিয়াজুড়ে মশাবাহিত জিকা ভাইরাস ‘ব্যাপকভাবে’ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ডব্লিউএইচও’র বার্ষিক সভায় এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।
জানা গেছে, সিঙ্গাপুরে ইতিমধ্যে কয়েকশ’ মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া থাইল্যান্ডে জিকা সংক্রমণের কারণে অপুষ্ট মাথা নিয়ে অন্তত দু’টি শিশু জন্মগ্রহণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ডব্লিউএইচও’র তথ্য মতে, এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশ মশাবাহিত এই ভাইরাসে সংক্রমিত হয়েছে, যার মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশ রয়েছে।
সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চ্যান জানান, বিজ্ঞানীরা জিকা ভাইরাস ঠেকানোর উপায় খুঁজছেন। তবে দুর্ভাগ্যজনক যে, তারা এখনও অনেক জটিল প্রশ্নের উত্তর জানতে পারেননি।
জিকা ভাইরাস প্রাণঘাতী না হলেও গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক। এই ভাইরাসে সংক্রমিত হলে অপুষ্ট মস্তিস্ক বা বড় ধরনের ত্রুটি নিয়ে শিশুর জন্ম হতে পারে।