
হিলারির প্রচারণা প্রধানের ২০০০ ই-মেইল ফাঁস
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন ঘিরে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরে উত্তেজনা এখন তুঙ্গে।
হিলারি ও ডোনাল্ড ট্রাম্প- দুই প্রার্থী একে অপরকে ঘায়েল করতে বেছে নিচ্ছেন নোংরা সব পন্থা।
এ ধারাবাহিকতায় হঠাৎ করেই ফাঁস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নারীদের নিয়ে ‘নোংরা’ আলাপের অডিও এবং ভিডিও ফুটেজ।
অন্যদিকে ই-মেইল কেলেংকারি নিয়ে বেশ বেকায়দায় রয়েছেন হিলারি ক্লিনটন।
এ অবস্থায় ক্লিনটন ফাউন্ডেশনের অনৈতিক কার্যকলাপ নিয়ে লেখা বই ‘ক্লিনটন ক্যাশ’ মোকাবেলায় হিলারির নির্দেশনা এবং তার সন্তানকে নিয়ে নানা মন্তব্য সম্পন্ন ই-মেইল ফাঁস করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে উইকিলিকস।
সোমবার হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা চেয়ারম্যান জন পোডেস্টার অ্যাকাউন্ট হ্যাক করে উইকিলিকস দুই হাজার ই-মেইল প্রকাশ করে।
ই-মেইল ফাঁসের পর যে বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে, তা হল- ফাঁস হওয়া ই-মেইলে পোডেস্টা হিলারির সন্তান চেলসিকে ‘উচ্ছন্নে যাওয়া সন্তান’ হিসেবে আখ্যায়িত করেছেন, যে কি না মনগড়া যুক্তিতে নিজের দোষ ঢাকতে ও বক্তব্যকে প্রতিষ্ঠার চেষ্টা চালায়।
প্রায় ৫০ হাজার ই-মেইল থেকে মাত্র দুই হাজার ই-মেইল বাছাই করে তা প্রকাশ করা হয়েছে।
গত চার দিনে এটি উইকিলিকসের দ্বিতীয় হ্যাকিংয়ের ঘটনা।
এদিকে এ ঘটনার জন্য ট্রাম্প এবং তার রুশ সখ্যতাকে দায়ী করেছেন হিলারি সমর্থকরা।
তাদের দাবি, হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করে হিলারিকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। আর এ কাজে উইলিকসকে ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার নির্দেশনায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই হ্যাকিং কর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ ডেমোক্রেট শিবিরের।