আইফোন ৭-এর জন্য জেবিএল হেডফোন
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
অ্যাপলের নতুন আইফোন-৭ এর জন্য তৃতীয় পক্ষ হিসেবে প্রথম লাইটনিং কানেক্টরের হেডফোন এনেছে মার্কিন অডিও ইলেক্ট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেবিএল। নানা বিতর্কের মুখে আইফোন-৭ এবং আইফোন-৭ প্লাস থেকে ৩.৫ এমএম হেডফোন জ্যাক বাদ দিয়ে দেয় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। হেডফোন জ্যাক বাদ দেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, নতুন কিছু করার সাহস থেকেই এটি বাদ দেয়া হয়েছে। হেডফোন জ্যাক বাদ দিলেও লাইটনিং পোর্ট দিয়েই হেডফোন সংযুক্ত করা যাবে নতুন আইফোন। আর ৩.৫ এমএম হেডফোন জ্যাক ব্যবহারকারীদের জন্য আইফোনের সঙ্গে একটি কনভার্টারও দিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও তারবিহীন ‘এয়ারপডস’ ও উন্মোচন করেছে অ্যাপল। আইফোন-৭ এবং ৭ প্লাসের জন্য তৃতীয় পক্ষ হিসেবে জেবিএল-ই প্রথম রিফ্লেক্ট অ্যাওয়ার নামে হেডফোন এনেছে। নয়েজ ক্যান্সেলিং এ হেডফোনটি আইফোনের লাইটনিং কানেক্টর দিয়ে সংযুক্ত করা যাবে জানিয়েছে সিনেট। হেডফোনটি তৈরির মান ভালো হলেও এটি ‘বোস’ এর তৈরি নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মতো নয় বলে জানানো হয়েছে। হেডফোনটিতে মিউজিক নিয়ন্ত্রণ এবং ভলিউম বাড়ানো-কমানোর জন্য রিমোট বাটন রাখা হয়েছে। আর নয়েজ ক্যান্সেলের জন্য রাখা হয়েছে আলাদা বাটন। ‘রিফ্লেক্ট অ্যাওয়ার’ হেডফোনটির ব্যতিক্রমী ফিচার হিসেবে বলা হচ্ছে অ্যাপের মাধ্যমে আশপাশের শোরগোল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে।