জাতীয়

বিশ্বব্যাংক-আইএমএফ বাংলাদেশকে গুরুত্ব দেয় : অর্থমন্ত্রী

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংক-আইএমএফের চরিত্র বদলেছে। তারা এখন বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর মতামতকে গুরুত্ব দেয়। বিশ্বব্যাংক-আইএমএফ তাদের নীতির পরিবর্তন এনেছে। এতদিন তারা উন্নত দেশগুলোর মতামতকে বেশি গুরুত্ব দিত। এখন তারা বাংলাদেশের মতো ছোট দেশগুলোর কথা বেশি শোনে, গুরুত্ব দেয়। এর কারণ হিসেবে তিনি বলেন, পৃথিবীর মোট জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ এ দেশগুলোয় বাস করে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনের শেষ দিন রোববার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আসন্ন ঢাকা সফরকেও সম্মেলনে বাংলাদেশের অর্জন হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। বিশ্বব্যাংক-আইএমএফের নীতির এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে মুহিত বলেন, উন্নত দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি একটা জায়গায় আটকে গেছে। অনেক দেশের ঋণাত্মক প্রবৃদ্ধিও হচ্ছে। অন্যদিকে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোয় ভালো প্রবৃদ্ধি হচ্ছে। আমরা কয়েক বছর ধরে গড়ে সাড়ে ৬ শতাংশের বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করে ৭ শতাংশে পৌঁছেছি। এবার আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হবে। এখানে একটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। আর সেটি হচ্ছে, এ প্রবৃদ্ধির সুফল বিশ্বের গরিব মানুষ পাচ্ছে। এসব বিবেচনায় নিয়েই বিশ্বব্যাংক-আইএমএফ এখন বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর মতামতকে গুরুত্ব দিচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সংস্থা দুটি ঠিক কাজটিই করছে।

Show More

আরো সংবাদ...

Back to top button