বিজ্ঞান ও প্রযুক্তি

ফেইসবুকের অনুদান পেল জবসেঞ্জ

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ফেইসবুকের কাছ থেকে ৪০ হাজার ডলার অনুদান পেয়েছে ভারতের মণিপুরের মনিশ করিমের ‘জবসেঞ্জ’। বর্তমানে সিঙ্গাপুরপ্রবাসী মনিশ গত বছর চাকরি খোঁজার এই অ্যাপটি তৈরি করেন। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি অ্যাপটিতে চাকরির তথ্যের পাশাপাশি চাকরির প্রস্তুতি, জীবনবৃত্তান্ত তৈরির পদ্ধতিসহ অনলাইনে বিভিন্ন কোর্স করারও সুযোগ মিলে থাকে। আর তাই সম্ভাবনাময় অ্যাপটির মান উন্নয়ন করতে নিজেদের ‘এফবিস্টার্ট’ উদ্যোগের আওতায় অর্থ অনুদান দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় মোবাইল অ্যাপ উদ্যোক্তাদের জন্য ‘এফবিস্টার্ট’ উদ্যোগ চালু করে ফেইসবুক।

Show More

আরো সংবাদ...

Back to top button