বিজ্ঞান ও প্রযুক্তি

বস্তু চিনতে পারবে স্মার্টফোন

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

স্মার্টফোনের টাচ অনুভূতিকে পুরোপুরি বদলে দিতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে ইউনিভার্সিটি অব সেইন্ট অ্যান্ড্রুসের একদল শিক্ষার্থী। নতুন এ প্রযুক্তিতে স্মার্টফোন কোনো বস্তুর সংস্পর্শে আনা হলে স্মার্টফোন বস্তুটিকে চিনতে পারবে।
রেডার প্রযুক্তি ব্যবহার করে ‘প্রজেক্ট সলি’ নামের এ প্রযুক্তিটি প্রথম উদ্ভাবন করে গুগলের অ্যাডভান্সড টেকনোলজিস অ্যান্ড প্রজেক্টস দল। ২০১৫ সালের আইও ডেভেলপারস কনফারেন্সে প্রথম এ প্রযুক্তি দেখায় গুগল। এ প্রযুক্তিতে হাতের আঙুলের নাড়াচাড়া এবং বিযুক্ত হাত শনাক্ত করা সম্ভব হয়। এয়ারপোর্টে যে রেডার ব্যবহার করে প্লেনের অবস্থান শনাক্ত করা হয় সেই একই রেডার দিয়ে এ প্রযুক্তি তৈরি করেছে গুগল। প্রজেক্ট সলি চিপ অনন্য সিগন্যাল শনাক্ত করে তার নড়াচড়া চিহ্নিত করতে পারে, সেটি যত অল্প নড়াচড়াই হোক না কেন, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডো। এ প্রযুক্তিকেই আরও সামনে নিয়ে গেছে ইউনিভার্সিটি অব সেইন্ট অ্যান্ড্রুসের গবেষক দলটি। তাদের প্রকল্পের নাম বলা হয়েছে ‘রেডারক্যাট’। দলটি জানায়, ভিন্ন ভিন্ন উপাদানও অনন্য সিগন্যাল তৈরি করে। এ তত্ত্বকে কাজে লাগিয়ে প্রজেক্ট সলি চিপ কী বস্তুকে স্পর্শ করছে সেটি শনাক্ত করতে পারে তাদের প্রযুক্তি। এ প্রযুক্তিতে যন্ত্র শিক্ষা প্রযুক্তিকে কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানটি। একটি ভিডিওতে দেখা যায় এ প্রযুক্তির দ্বারা ডিভাইসটি ধাতব বস্তু, কাঠ, কাপড়ের মতো বস্তু শনাক্ত করতে পারছে। শুধু তাই নয়, এটি কী বস্তু সেটি বলে দিতে পারে। যেমন গ্লাস রাখা হলে সেটি বলে দেয় সেটি গ্লাস। ফোন রাখা হলে সেটি ফোনের মডেলও বলে দিতে পারে। এমনকি গ্লাস রাখা হলে সেটি খালি কিনা সেটিও বলতে পারে রেডারক্যাট।

Show More

আরো সংবাদ...

Back to top button