
বিজ্ঞান ও প্রযুক্তি
মুখের ত্বক অনুযায়ী মেকআপ মাস্ক
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মুখের ত্বক অনুযায়ী মেকআপ মাস্ক তৈরি করতে পারে ক্যামেরাযুক্ত স্মার্ট আয়নাটি। আয়নাটির স্পর্শনির্ভর স্ক্রিনে মেকআপ পদ্ধতি নির্বাচন করলেই তৈরি হয়ে যাবে মাস্কটি। বিভিন্ন মেকআপের সমন্বয়ে তৈরি টিস্যুর আদলে তৈরি মাস্কটি গালে চেপে ধরলেই প্রয়োজনীয় মেকআপ হয়ে যাবে। প্যানাসনিকের তৈরি আয়নাটির সাহায্যে মুখের বলিরেখা শনাক্তের পাশাপাশি সূর্যের আলোয় ক্ষতিগ্রস্ত ত্বকেরও তথ্য জানা যাবে।