বিজ্ঞান ও প্রযুক্তি

জ্বালানি চালিত গাড়ি নিষিদ্ধ করছে জার্মানি

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জার্মানিতে ২০৩০ সালের মধ্যে জ্বালানি ইঞ্জিনচালিত গাড়ি নিষিদ্ধ হচ্ছে। জার্মানির ফেডারেল কাউন্সিল ২০৩০ সালের মধ্যে নতুন অভ্যন্তরীণ জ্বালানি ইঞ্জিনচালিত গাড়ি নিষিদ্ধের জন্য একটি রেজ্যুলেশন পাস করেছে। অর্থাৎ তখন থেকে সবাইকে শূন্য শতাংশ কার্বন নির্গমনকারী গাড়ি কিনতে হবে। সেটা বৈদ্যুতিক অথবা হাইড্রোজেন চালিত গাড়ি হতে পারে। আইনত বাধ্যতামূলক না হলেও জার্মানির ফেডারেল কাউন্সিল ইউরোপীয় ইউনিয়নজুড়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য ইউরোপীয় কমিশনকে বলেছে। জার্মানির এ প্রবিধান ইউরোপীয় ইউনিয়নের নীতিতে পরিবর্তন আনতে পারে। তাছাড়া কমিশনটি ইউরোপীয় কমিশনের করারোপ নীতি এবং নির্গমনমুক্ত গাড়ি চলাচলে তার প্রভাব পর্যালোচনা করার জন্যও বলে। তবে এ ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য জানা যায়নি। এমন হতে পারে, জিরো ইমিশন গাড়ি কিনলে ট্যাক্স কম দিতে হতে পারে। আবার এমন হতে পারে, ডিজেলচালিত ইউরোপীয় ইউনিয়নের গাড়িচালকদের কর বিরতি বন্ধ করে দেয়া হতে পারে। জিরো ইমিশন গাড়ির চল শুরু হলে ডিজেল বিক্রির হার কমে যাবে বলে উদ্বিগ্ন অটোমেকাররা।

Show More

আরো সংবাদ...

Back to top button