
গুলশান হামলার কাহিনী নিয়ে ফারুকীর আগামী ছবি ‘হলি বেকারি’
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার ভক্তদের এই ছবির ব্যাপারে জানান। তিনি লিখেছেন, ‘ওকে, ছবি দেখার ডিউটি শেষ করে বের হতেই দেখি অনেক মেসেজ আর ট্যাগ নোটিফিকেশন । থ্যাংক ইউ অল। হ্যাঁ, ডুব এর পরপরই “হলি বেকারি” হচ্ছে । আশা করি নতুন আরেকটা জার্নির আনন্দ এবং বেদনা পাবো। ততদিন পর্যন্ত চলেন আমরা “ডুব”এর অপেক্ষায় থাকি। লাভ ইউ। এখন ছবি দেখার চাকরিতে ঢুকি আবার।’
ওদিকে বুসান থেকে ফারুকী জানিয়েছেন, আগামী বছরের শুরুতে তার নতুন ছবি ‘হলি বেকারি’র কাজ শুরু করবেন, যার পুরো গল্প এ বছরের জুলাইয়ে হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। নতুন এই ছবিতে দেশ-বিদেশের শিল্পীরা অভিনয় করবেন বলে জানান তিনি।
ফারুকী ভ্যারাইটিকে জানিয়েছেন, এই ছবি এক শটে নেওয়ার পরিকল্পনা তার। ফারুকীর ভাষায় ‘ছবিটা হবে তীব্র, ঘনিষ্ঠ। আমি বিশ্বাস করি যে এই এক শটে দক্ষিণ এশিয়ার রাজনীতির জটিল অবয়ব, ঘৃণার সংস্কৃতি ও অসহিষ্ণুতার উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং প্রগতিশীল বাংলাদেশ আর তথাকথিত রক্ষণশীল মানসিকতার মানুষের বিভেদটা তুলে ধরতে পারব।’
এই ছবিতে কারা অভিনয় করছেন, তা নির্ধারিত হবে আগামী বছর। মার্চ মাসে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তার। ফারুকীর নিজস্ব নির্মাণ সংস্থা ছবিয়ালের ব্যানারেই ছবিটি নির্মিত হতে পারে। এ মুহূর্তে এই নির্মাতার ‘ডুব’ ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এতে অভিনয় করেছেন ইরফান খান, পার্নো মিত্র, রোকেয়া প্রাচী ও তিশা।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে। পরদিন অর্থাৎ ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন বাবুর্চি নিহত হন। এই অভিযানের মধ্য দিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর জিম্মি দশা।