
যাত্রাবাড়ী থানায় তিন অপহরণকারী গ্রেফতারঃ ভিকটিম উদ্ধার
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): যাত্রাবাড়ী থানা পুলিশ বিল্লাল মৃধা নামে এক ভিকটিমকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের সাথে জড়িত তিন অপহরণকারীকেও গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের নাম জাহাঙ্গীর, রমজান ও বুলবুল।
ঘটনার সূত্রে জানা যায়, গত ০৭ অক্টোবর সকাল অনুমান ০৮.০০ টার সময় মোঃ বিল্লাল মৃধা (৩৮) তার কর্মস্থল যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী সুফিয়া প্লাজা সংলগ্ন বসুন্ধরা ট্রেডার্স নামক রডের দোকান হতে তার বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়ে নিখোজ হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা অপহরণকারীরা তার বোন মোসাঃ জোসনা বেগম এর মোবাইলে কল করে বিকাশের মাধ্যমে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। অপহৃত বিল্লালের আত্মীয়-স্বজন তার মুক্তির জন্য বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা প্রেরন করেন। উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়।
গতকাল ১০ অক্টোবর সোমবার মামলাটির তদন্তকারী অফিসার এসআই মোঃ বিল্লাল হোসেন জনি তাৎক্ষনিকভাবে ফতুল্লা থানার তুষারধারা এলাকার একটি ফ্ল্যাট বাড়ীতে অভিযান পরিচালনা করে ভিকটমকে উদ্ধার করেন এবং অপহরণকারীদের গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ভিকটিম বিলাল মৃধা জানান যে, তাকে উক্ত অপহরণকারীরা যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে হতে অপহরণ করেছিল।