
ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ খুন
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় ইডেন মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আলী হোসেন মালিককে (৬৮) হত্যা করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার সকালে ডিওএইচএস ২ নম্বর রোডের ৫৩/এ নম্বর নির্মানাধীন বাড়ির চারতলার বাসা থেকে তার হাত-পা বাধা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, এব্যাপারে নিহতের পরিবার ও ঘটনাস্থলের লোকজনের কেউ কিছু জানাতে না পারলেও পুলিশের ধারণা নির্মানাধীন ওই বাড়ির দুই কর্মচারী এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। কারণ তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
নিহতের পরিবারের পক্ষে ভায়রা মাহবুবুর রহমান রতন জানান, আলী হোসেন ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ ছিলেন। তিনি ডেভেলপার ব্যবসায়ী বন্ধুর একটি নির্মাণাধীন ভবনে থাকতেন। বন্ধু বিদেশে থাকায় নির্মাণ কাজ দেখাশুনা করতেন। ওই ভবনের চতুর্থ তলায় তিনি একাই থাকতেন। এছাড়া নির্মাণাধীন ভবনটিতে একজন কেয়ারটেকার, গাড়ির চালক এবং কয়েকজন কর্মচারী থাকতেন।
তিনি জানান, নিহতের বাসা মিরপুরের এ-ব্লকের ১০ নম্বর সেকশনের ৮ নম্বর রোডে ৭ নম্বর বাড়িতে। তার স্ত্রী-সন্তান ওই বাড়িতে থাকেন। তার একমাত্র সন্তান সাউথইস্ট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশুনা করছেন। সকালে তারা হত্যাকান্ডের খবর পান।
নিহতের ভাই মমিন মালিক বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের সামনে সাংবাদিকদের জানান, তার ভাই দেশের বিভিন্ন স্থানে শিক্ষকতা করেছেন। তিনি ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ ছিলেন। সর্বশেষ শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ছিলেন। তিন বছর আগে অবসরে যান। তিনি ডিওএইচএস এলাকার বন্ধুর সৈয়দ রিয়েল স্টেট কোম্পানির জেনারেল ম্যানেজার ছিলেন। স্ত্রী জোসনা মালিক ও একমাত্র সন্তান সিয়াম মালিককে নিয়ে মিরপুরে থাকতেন। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরে।
মমিন জানান, ওই কোম্পানির মালিক সৈয়দ হামিদুজ্জামান বাবলু অফিসের কাজে গত ৩ মাস ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। একারণে তার ভাই মাঝে মাঝে ওই অফিসে ঘুমাতেন। ওই ভবনে একজন কেয়ারটেকার, ড্রাইভার ও কয়েকজন কর্মচারীও থাকতো। ঘটনাস্থলে কর্তব্যপালনকারী ভাষানটেক থানার এসআই আসিফ ইকবাল জানান, খবর পেয়ে দুপুর পৌণে ১টার দিকে ভবনটির চতুর্থ তলার বিছানা থেকে মুখে কসটেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। তার বুকের ডান পাশে, ডান হাতে ও বগলের নিচে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ভাষানটেক থানার ওসি নজরুল ইসলাম জানান, লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার হাত-পা বাধা ছিল। এছাড়া গলায় শ্বাসরোধের ও শরীরে ২-৩ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজন কর্মচারী তাকে হাত-পা বেঁধে হত্যা করেছে। কারণ তারা সকাল থেকে পলাতক রয়েছে। সাইফুল ও সেলিম নামে ওই দুই কর্মচারী নির্মাধীন বাড়িতেই থাকতো। তাদের ধরার জন্য অভিযান চলছে বলে তিনি জানান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে হত্যাকান্ডের শিকার প্রফেসর আলী হোসেন মালিকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। বুধবার লাশের পোস্টমর্টেম করা হবে।