খেলাধুলা

বাংলাদেশ ইংল্যান্ড নাকি বৃষ্টির জয় হবে আজ

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):  আজ কি হবে, খেলা কি মাঠে গড়াবে ? গতকাল মঙ্গলবার সারাদিন আকাশ মুখ ভার করে ছিল। কখনও আবার অঝোর ধারায় কেঁদেছেও। সন্ধ্যার পর বিরতি। তাতেই এক চিলতে আশা, আজ হয়তো আকাশ পরিস্কার থাকবে। বাংলাদেশ-ইংল্যান্ড ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরেও আবহাওয়ার বৈরিতা থাকতে পারে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

তবে ক্রিকেটভক্তরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, আজকের আকাশটা রোদে ঝলমল করুক। বাংলাদেশ মাঠে নামুক, আর ইংলিশদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়ের স্বাদটা আস্বাদন করুক। তাতে আবার টানা ৭টি সিরিজ জয়ের রেকর্ডও যে হয়ে যাবে টাইগারদের। তবে সবকিছুর আগে আজ মাঠ খেলার উপযুক্ত থাকতে হবে। সবকিছু ঠিক থাকলে খেলা মাঠে গড়াবে বেলা আড়াইটায়। জিটিভি ও স্টার স্পোর্টস-৪ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

মঙ্গলবার সারাদিনই বৃষ্টির কারণে পিচ কাভারে ঢাকা ছিল। অনুশীলন করতে পারেনি কোন দলই। ইংল্যান্ড না পারুক, তাতে বাংলাদেশেরই লাভ। তবে ক্ষতিও আছে। বাংলাদেশ মাঠের সাথে, পিচের সাথে একটু পরিচিত হতে পারলে ভালো হতো। কারণ, দীর্ঘসময় যে চট্টগ্রামের মাটিতে খেলা হয়নি টাইগারদের। সর্বশেষ বাংলাদেশ জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত বছরের জুলাইর ১৫ তারিখে। সেদিন ম্যাচ জয়ের সাথে সিরিজও জিতেছিল বাংলাদেশ।

ইংল্যান্ড দল অবশ্য ফুসে আছে। বাটলার-স্টোকস কা-ের পর তেতে থাকা ইংলিশরা আজ মাঠে খেলা গড়ালে এতটুকু ছাড় দেবে না। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির মধ্যেও তারা নেট করেছে, তবে সেটা ইনডোরে। সারাক্ষণই ছোটখাট টিম মিটিং লেগে ছিল মাঠে। বাংলাদেশ অবশ্য ওদের নিয়ে ভাবছে না। কারণ এবার যে সিরিজ জয়ের পালা বাংলাদেশের। আর এই কাজটি এখন ভালোই পারে টাইগাররা। দুর্দান্ত ফর্মের সাথে অতীত চিত্র তেমনটাই জানান দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েও, শেষ পর্যন্ত দূরন্ত পারফরমেন্সে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এবারও সিরিজে পিছিয়ে পড়েও সমতা এনেছে টাইগাররা। তাই প্রোটিয়াদের বিপক্ষে ঐ সিরিজ থেকে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারে বাংলাদেশ।

এছাড়া চট্টগ্রামে মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ স্মৃতিটা বেশ মিষ্টি। ২০১১ বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিল দু’দল। সে ম্যাচে নাটকীয়ভাবে ৬ বল হাতে রেখে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তাই ঐ ম্যাচটিও আত্মবিশ্বাসের টনিক হিসেবে কাজ করবে বাংলাদেশের জন্য।

০নহ৪ঠধৎওল৮৬ওতবে বৃষ্টি ভাবাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডকে। গতকাল সকাল থেকেই বৃষ্টি চলেছে চট্টগ্রামে। ফলে মাঠে ঠিকমত অনুশীলন করতে পারেনি দু’দল। তাই বৃষ্টির চিন্তা মাশরাফির কণ্ঠে, ‘আজ আবহাওয়া কেমন থাকবে বলা যাচ্ছে না। পরিস্থিতির ওপর অনেক কিছুই নির্ভর করছে। তবে এ ম্যাচে টস বড় ফ্যাক্টর হবে।’ একই সুর ইংল্যান্ড ব্যাটসম্যান মঈন আলীর কণ্ঠে, ‘আবহাওয়ায় কারও হাত নেই। তাই ইনডোরেই অনুশীলন করতে হয়েছে। তবে এমন অবস্থা ম্যাচের দিন হলেও, দু’দলের জন্য তা হবে দুর্ভাগ্য।’ পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয়ের পর ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করতে পারলে বাংলাদেশের ক্রিকেটের এক বিরল অর্জনই হবে। সেই বিরল অর্জনের সাক্ষী হতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলার ১৬ কোটি মানুষ।

বাংলাদেশ দলের পয়মন্ত ভেন্যু বলা হয়ে থাকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। এখানে নামলেই জয় নিয়েই ফিরে আসে টাইগাররা। পরিসংখ্যানও সেটাই জানান দিচ্ছে। বন্দর নগরীর এই স্টেডিয়ামে গত ৮ ম্যাচের মাত্র ১টিতে হেরেছে মাশরাফি বিন মর্তুজারা। সেটাও আবার ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে। এবার এই স্টেডিয়ামেই আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে স্বাগতিকরা। এখন একটাই প্রশ্ন, লাকি ভেন্যুতে জিতবে তো বাংলাদেশ ?

Show More

আরো সংবাদ...

Back to top button