আন্তর্জাতিক

আফগানিস্তানে তাজিয়া মিছিলে হামলা, নিহত ১৪

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): আফগানিস্তানের রাজধানী কাবুলে তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় ‘সন্ত্রাসী’ হামলায় পুলিশসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানান, হামলার সময় অন্তত দুইজন অস্ত্রধারী নিহত হয়েছে। অন্য একজন পালিয়ে গেছে।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানায়, হামলাকারী পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে আসে। এ সময় প্রথমে পিস্তল দিয়ে সে পুলিশের ওপর গুলি চালায়। এরপর পুলিশের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে উৎসবে আগত জনতার মধ্যে এলোমেলো গুলি চালায়। এ সময় সমবেত লোকদের হুড়োহুড়িতে অনেকেই আহতও হন।

শিয়া সম্প্রদায়কে পাবলিক প্লেসে জনসমাবেশ ঘটাতে আগেই নিষেধ করেছিলো দেশটির গোয়েন্দা সংস্থা। কারণ, তাদের কাছে তথ্য ছিলো এরকম ঘটনা ঘটতে পারে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আলজাজিরা

Show More

আরো সংবাদ...

Back to top button