জেলার সংবাদ

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):  কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্তারুল ইসলাম ওরফে ব্রিটিশ (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এসময় একটি এলজি বন্দুক, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ সদস্যরা।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্রিটিশ একজন ‘কুখ্যাত’ ডাকাত। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে নিহত ব্রিটিশ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড় বাড়িয়া এলাকায় সামছুল ইসলামের ছেলে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, নিমতলা এলাকায় ১০ থেকে ১২ জনের ডাকাত দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের গুরি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবৃদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এলাকাবাসীর সহায়তায় ব্রিটিশের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

কাজী জালাল আরও বলেন, ব্রিটিশের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা বিস্ফোরকদ্রব্যসহ ৪টি মামলা রয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button