
রাজনীতি
বিএনপি নেতার মায়ের মৃত্যুতে ফখরুলের শোক
ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
পটুয়াখালীর কলাপাড়া পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কলাপাড়া পৌর যুবদল সভাপতি হাবিবুর রহমান হাবিব বেপারীর মাতা মোসা. শামসুন নেসা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ধর্মপ্রাণ মহিলা হিসেবে এলাকার মানুষের নিকট মরহুমা শামসুন নেসা বেগম অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি আরো বলেন ‘মরহুমার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমা শামসুন নেসা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।