রাজনীতি

নাশকতার মামলায় জামিন পেলেন রিজভী

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): রমনা থানায় নাশকতার মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে এই মর্মে রুল জারি করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

এই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবন মোড়ে বাসে অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তা মৃত্যুর ঘটনায় রমনা মামলা দায়ের করা হয়। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

জামিন আবেদনের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

Show More

আরো সংবাদ...

Back to top button