
ক্ষমতায় গেলে তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন হয় না
ঢাকা, ১৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ভাঙা-গড়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আজকের এই অবস্থানে। অনেক নেতাই আওয়ামী লীগ থেকে চলে গেছেন। কিন্তু তৃণমূলের সাধারণ কর্মীরা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু থেকে কখনোই সরে যাননি। তবে ক্ষমতায় গেলে এই তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন হয় না।
আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল উপলক্ষে বৃহস্পতিবার ‘আওয়ামী লীগ : ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রাম’ শিরোনামে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, দল প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধু নাগরিক সমাজ এবং তৃণমূল নেতাকর্মীদের গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ১৯৯৬ সালের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে নাগরিক সমাজের দূরত্ব বাড়ছে। এই দূরত্ব এখন আরো বৃদ্ধি পাচ্ছে। এটি কোনো শুভ পরিণতি বয়ে আনবে না।
জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্রের জোরে জঙ্গিবাদকে সাময়িকভাবে পরাভূত করা সম্ভব। তবে আদর্শিক লড়াইয়ে জিততে না পারলে জঙ্গিবাদ কখনই দমন করা সম্ভব হবে না। এ সময় অস্ত্র বা সশস্ত্র শক্তির ওপর নির্ভরতা কমানোর আহ্বানও জানান তিনি।
কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া আলোচনা সভায় বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অধ্যাপক মুনতাসীর মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ, সাংবাদিক গোলাম সারওয়ার, স্বদেশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।