
তারাগঞ্জে চালের বাজারে অস্থিরতা
ঢাকা, ১৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
রংপুরের তারাগঞ্জে মাত্র এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে বস্তা প্রতি ২শ’ টাকা থেকে ৩শ’ টাকার বেশি। একই ভাবে বেড়েছে ধানের দামও।
স্থানীয়রা জানান, সরকার ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করলেও বাজারে এর প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা ধান-চাল মজুদ করার কারণে চালের দাম লাগামহীনভাবে বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
তারাগঞ্জের বড় চালের বাজার ব্যবসায়ী, চালকল মালিক এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগেও তারাগঞ্জ বাজারে মোটা চাল প্রতি বস্তা (৮৪ কেজি ) বিক্রি হয়েছে ১৮০০টাকা থেকে ২০০০ টাকা দামে। এখন তা বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত। একই অবস্থা চিকন চালের ক্ষেত্রে।
চাল ও ধান ব্যবসায়ী শ্যামল, মাহবুব, আবু মিয়া জানান, হাট-বাজারে ধানের সরবরাহ কিছুটা কম এবং দামও বেশি। এছাড়া বড় বড় ব্যবসায়ী ও মিলাররা আরও দামের আশায় ধান ও চাল মজুদ করে রেখেছে।