জাতীয়

মামলা তদন্তে অনিয়মের অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

ঢাকা, ১৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

তদন্তে অনিয়ম ও অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে দুদক প্রধান কার্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য  জানিয়েছেন।

দুদক জানায়, ভুয়া নামজারি সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে এ কর্মকর্তা ৮৪টি নামজারির মামলার মধ্যে মাত্র পাঁচটি মামলার বিষয়ে এজাহার দায়েরের সুপারিশ করেন। কিন্তু বাকি ৭৯টি নামজারি মামলার বিষয়ে তিনি সম্পুর্ণ নিরবতা অবলম্বন করেন।

এ বিষয়ে দুদক কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা, অসদাচারণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নাসির উদ্দিন আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে থাকাকালে এ ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত হন বলে জানিয়েছে দুদক।

নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলবে বলেও দুদক জানিয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button