
জাতীয়
ছয়টি আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর
ঢাকা, ১৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
কয়েকদিন আগে শেষ হওয়া জাতীয় সংসদের একাদশ অধিবেশনে পাসকৃত ছয়টি বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার তিনি ওইসব প্রস্তাবিত আইনে সম্মতি দেওয়ায় এগুলো কার্যকর হয়েছে।
আইনগুলো হল- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬, রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬, বাংলাদেশ বিনয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬, চা বিল, ২০১৬; এবং সুপ্রিম কোর্ট জাজেজ (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলিজেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬।