
শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ৩
ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ৩ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার গারো পাহাড়ের পানবড় ও দুধনই এলাকায় তাণ্ডব চালায় বন্য হাতির পাল।নিহতরা হচ্ছেন পানবড় এলাকার আয়াতুন নেছা ওরফে ভেলী মাও (৩২), কালো জহুরুল (৪৫) ও দুধনই এলাকার আবদুল হাই (৫৭)।
স্থানীয়রা জানিয়েছেন, এক মাস ধরে ঝিনাইগাতীর গারো পাহাড়ের গ্রামগুলোতে বন্য হাতির পাল তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে রাতের বেলা ধানের ক্ষেত, সবজির বাগান, এমনকি বাড়িঘরেও হামলা করছে হাতির পাল। এ নিয়ে গত এক মাসে এসব এলাকায় মারা গেছেন ছয়জন।
ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, ‘রাতে গ্রামের লোকজন ঘুমাচ্ছিল। এ অবস্থায় বাড়িঘরে ঢুকে পড়ে হাতির পাল। এ সময় নিজ ঘরেই হাতির তাণ্ডবে নিহত হন ভেলী মাও ও জহুরুল। পরে হাতির পাল দুধনই এলাকায় গিয়ে মেরে ফেলে আ. হাইকে।’
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।