খেলাধুলা

বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):   বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় চট্টগ্রামে বিসিবি একাদশ ও ইসিবি একাদশ প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে না। দুই দিনের এই ম্যাচটি আজ শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল।

বিসিবি‘র গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালের দিকে বৃষ্টি হওয়ায় আউটফিল্ডের কিছু কিছু স্থানে পানি জমে রয়েছে। ফলে প্রথম দিনের খেলা হচ্ছে না। তবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে না। প্রকৃতি বিরূপ না হলে আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের খেলা যথারীতি হবে।

এদিকে, প্রথম দিনের খেলা বাতিল হলেও উভয় টিমই অনুশীলন করছে। ইসিবি একাদশ নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং বিসিবি একাদশ এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছে।

Show More

আরো সংবাদ...

Back to top button