আইন ও আদালত

পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। র‌্যাব পুলিশেরই অংশ। দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা প্রচারের কিছু নেই।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। একটি পরিবারে থাকলে ভাই-বোনদের মধ্যেও কিছু সমস্যা হতে পারে। তবে এটি নিয়ে আমরা চিন্তিত নয়।

কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারপারসার অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক আবু ফারাহ্ পলাশ প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button