আন্তর্জাতিক

ড্রোন জব্দ করতে রাশিয়ার অভিনব অস্ত্র

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): এবার শত্রুপক্ষের ড্রোন জব্দ করতে মাইক্রোওয়েভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক অভিনব অস্ত্র তৈরি করেছে রাশিয়া। তাদের দাবি, এমন অস্ত্র বিশ্বে দ্বিতীয় নেই।

সম্প্রতি আর্মেনিয়ায় একটি সামরিক মহড়া চলাকালীন এই নতুন অস্ত্রের সফল পরীক্ষা করা হয়। পরীক্ষা সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়া।

অস্ত্রটি তৈরি করেছে ইউনাইটেড ইন্সট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি (ওপিকে)। এটি প্রোটোটাইপ হিসাবেই পরীক্ষা করা হয়েছে।

মনে করা হচ্ছে এখন বহুল পরিমাণে এই নতুন অস্ত্র তৈরিতে মনোনিবেশ করবে রাশিয়া।

যেভাবে কাজ করে এই অস্ত্র

আধুনিক যুদ্ধের ক্ষেত্রে ড্রোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শত্রুপক্ষের শক্তি এবং তাদের সামরিক ঘাঁটি সম্পর্কে যাবতীয় তথ্য এবং প্রয়োজনে সেই ঘাঁটিতে হামলা চালাতে ড্রোনের কোনো বিকল্প নেই। এই নতুন অস্ত্র কোনো বুলেট বা শেল ছাড়া শুধুমাত্র মাইক্রোওয়েভ কাজে লাগিয়ে ড্রোন অকেজো করে দেবে।

বহুল মাত্রায় প্রয়োগ করা হলে সামরিক ঘাঁটির যাবতীয় ইলেকট্রনিক সরঞ্জাম নিমেষের মধ্যে খারাপ করে ফেলতে পারে এই অস্ত্র।

এক কিলোমিটারেরও বেশি দূর থেকে নির্ভুল নিশানায় এই ওয়েভলেংন্থ পৌঁছে যেতে পারে।

সূত্র: ডেইলিমেইল

Show More

আরো সংবাদ...

Back to top button