আন্তর্জাতিক

ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে নয়াদিল্লীর উদ্দেশে এয়ার চায়না বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদের সদস্যরা তাকে বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান শি জিনপিং। সেখানে তিনি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান।

সকাল ১০টা ২০মিনিটের দিকে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ঢাকায় সাড়ে ২২ ঘণ্টার সফরে এসেই ব্যস্ত সময় পার করেছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে নৈশভোজে যোগদানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দিনের কর্মসূচি শেষ করে হোটেলে ফেরেন তিনি।

শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চীনা প্রেসিডেন্ট। সেখান থেকে তিনি যান হোটেল লা মেরিডিয়ানে। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। সেখানে দুই নেতা বৈঠক করেন। এরপর সেখানেই একাধিক চুক্তি ও সমঝোতা সই হয়। এরপর সেখান থেকে আবার হোটেলে ফেরেন তিনি। সেখানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন।

ঢাকা সফরে শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন নতুন উচ্চতায়। দুই নেতাই বলেছেন, নিজেদের মধ্যকার বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাঁরা মনে করছেন, আজকে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের ফলে দুই দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় উপনীত হয়েছে। তাঁরা বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সহযোগিতার কৌশলগত অংশীদারত্বে নিয়ে যেতে রাজি হয়েছে। শুক্রবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন সি। বৈঠকে রাষ্ট্রপতি চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চান তিনি।

এর আগে বিভিন্ন বিষয়ে চীন ও বাংলাদেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশ এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করে। চুক্তি ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানেই উদ্বোধন করা হয় ছয়টি প্রকল্পের।

Show More

আরো সংবাদ...

Back to top button