জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার সকাল ৯টা আট মিনিটের দিকে তিনি স্মৃতিশৌধে পৌঁছান। পরে ৯টা ১২ মিনিটের দিকে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিসৌধে এসময় তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফসহ আরও উপস্থিত ছিলেন চীন ও বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হন প্রেসিডেন্ট শি জিনপিং। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে জিনপিংয়ের।

এর আগে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে সংক্ষিপ্ত সফরে চীনের প্রেসিডেন্টকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিকেল ৩টার কিছু পরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষ হয় ৪টার কিছু পরে। এরপর দুই নেতা যৌথ বিবৃতি দেন।

পরে বিভিন্ন বিষয়ে চীন ও বাংলাদেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশ এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করে। চুক্তি ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানেই উদ্বোধন করা হয় ছয়টি প্রকল্পের।

Show More

আরো সংবাদ...

Back to top button