খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন সাব্বির-নাফিস

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ড্রয়ে শেষ হলো বিসিবি একাদশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচ। শুক্রবার বৃষ্টি কারণে প্রথম দিনের খেলা পরিত্যাক্ত হয়।

শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে উভয় দল এক ইনিংস ব্যাট করার সুযোগ পায়।

দুই দলের জন্য ৪৫ ওভার করে ভাগ করে দেয়া হয়।

এতে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪ উইকেটে ১৩৭ রান। ওয়ানডেতে দারুণ খেলা বেন ডাকেট এদিনও ফিফটি তুলে নেন। তিনি ৫৯ রান করেন।

বিসিবি একাদশের হয়ে সাব্বির রহমান ৩টি উইকেট  তুলে নেন।

জবাবে বিসিবি একাদশ ৪৪ ওভারে ৪ উইকেটে ১৩৬ রান তোলার পর ম্যাচটি ড্র হয়।

বিসিবি একাদশের হয়ে শাহরিয়ার নাফিস ৫১ রান করে রিটায়ার্ড আউট হন। এছাড়া সৌম্য সরকার করেন ৩৩ রান। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও ৩০ রান করেন সাব্বির।

ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্বেও ছিলেন এ মারকুটে ব্যাটসম্যান।

Show More

আরো সংবাদ...

Back to top button