বিনোদন

কক্সবাজারে শুটিংয়ে শাকিব-পাওলি

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

প্রায় দুই বছর ধরে আটকে আছে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং ওপার বাংলার সিনেমাপাড়ার ক্রেজ পাওলি দাম অভিনীত ‘সত্তা’ মুভিটির কাজ। মুলতঃ পাওলি দাম একাধিক সিনেমার কাজে ব্যস্ত থাকাতেই হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ছবিটির শুটিং আটকে যায়। অতঃপর দেখা দিয়েছে আলোর রেখা। সাত দিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছেন পাওলি দাম।

আজ সকালেই কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পাওলি। সেখানে পৌঁছে গেছেন শাকিব খানও। শুরু হয়েছে সিনেমাটির বাদবাকী কাজ। জানা গেছে, এ যাত্রায় দুটি গানসহ টুকিটাকি কিছু দৃশ্য ধারণ করা হবে।

‘কালবেলা’, ‘থানা থেকে আসছি’, ‘মনের মানুষ’ কিংবা ‘ক্ষত’ মুভি খ্যাত এই নায়িকার বাংলাদেশে এটি প্রথম সিনেমা। জানালেন তিনি নিজেও ছবিটির শুটিং শেষ হওয়া নিয়ে চিন্তিত ছিলেন। ছবিটিতে তিনি বারবণিতার চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে। সোহানী হোসেনের কাহিনী অবলম্বনে সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এতে আরও অভিনয় করেছেন, আহমেদ রুবেল, শামীমা নাজনীন, রিনা খান, শিমুল খান, ডন, কাবিলা প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button