
বাড়ির আঙ্গিনায় গাজা চাষ, গ্রেফতার ১
ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নারায়ণগঞ্জের ফতুল্লায় গাজা চাষের অভিযোগে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ির পিছন থেকে দুইটি গাজার গাছ উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে ফতুল্লার উত্তর শেহাচর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আয়নাল হক ওই এলাকার হোসেন মিয়ার ছেলে এবং ‘ছাত্রলীগ নেতা’ পরিচয় দানকারী জুয়েলের বড় ভাই।
শনিবার দুপুরে পুলিশ বাদী হয়ে আয়নাল হকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানান, আয়নাল হক দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাজা চাষ করে আসছিলেন। এছাড়া বাড়িতে বসেই তিনি বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করেন। ‘ছাত্রলীগ নেতা’র ভাই হওয়ায় এলাকার কেউ এ বিষয়ে কোনো প্রতিবাদ করেনি।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শিহাচর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আয়নাল হককে গাজার গাছসহ গ্রেফতার করা হয়েছে।
আয়নাল হক একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে ওসি জানান।