
২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে : ড. আনিসুজ্জামান
ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে।
তখন দেশের প্রতিটি শিশু খাদ্য, বস্ত্র ও শিক্ষা পাবে উল্লেখ করে তিনি বলেন, তখন আর শিশুদের সংস্কৃতি চর্চার কোন অভাব হবে না।
তিনি আরো বলেন, এজন্য এখন থেকেই বাবা-মা, অবিভাবক এবং শিক্ষকদের সচেতন হতে হবে এবং একই সাথে সরকারকেও তৎপর হতে হবে।
ড. আনিসুজ্জামান আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘শিশুর অধিকার, শিক্ষা ও সংস্কৃতি চর্চা এবং আজকের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রাক্তনী(এলামনাই) ও শিশু কল্যাণ পরিষদের সহ-সভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাষা গবেষক এম আর মাহবুব।