আন্তর্জাতিক

কাশ্মিরে চীনা পতাকা প্রদর্শন, শি জিনপিংয়ের সাহায্য চাইল একদল জনতা

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এই প্রথম চীনা পতাকা প্রদর্শন করেছে সেখানকার একদল প্রতিবাদী জনতা। গতকাল (শুক্রবার) জুমা নামাজ শেষে বারামুল্লার পুরোনো শহর এলাকায় ওই পতাকা প্রদর্শন করা হয়।

কাশ্মির উপত্যাকায় পাকিস্তানি পতাকা ওড়ানোর ঘটনা অনেকবারই ঘটেছে। কিন্তু কাশ্মিরের ইতিহাসে এই প্রথম চীনা পতাকা দেখানোর ঘটনা ঘটল।

শুক্রবার জুমা নামাজ শেষে একদল প্রতিবাদী জনতা স্লোগান দেয়া শুরু করে পাকিস্তান এবং চীনা পতাকা প্রদর্শন করে তাদের চীনের সাহায্য প্রয়োজন বলে বার্তা দেয়। মুখোশ পরা যুবকরা কমপক্ষে ৪/৫  চীনা পতাকা প্রদর্শন করে। ক্ষুব্ধ জনতা এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

আজ (শনিবার) ভারতের গোয়ায় ‘ব্রিকস’ সম্মেলনে অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার আগেই শুক্রবার কাশ্মিরে চীনা পতাকা প্রদর্শন করে সাহায্য চাওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার কাশ্মিরের আন্দোলনকারী নেতারা রাজভবন চলো কর্মসূচির ডাক দেন। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার সমস্ত সড়ক সিল করে দেয়া হয়। শ্রীনগর শহরে কারফিউয়ের মতো নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় কমপক্ষে ৬৩ জন প্রতিবাদকারীকে পুলিশ গ্রেফতার করে।

এদিন জুমা নামাজ শেষে বারামুল্লা, পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ, বাডগাম প্রভৃতি এলাকায় মানুষজন বিক্ষোভ প্রদর্শন করে।#

Show More

আরো সংবাদ...

Back to top button