আইন ও আদালতজেলার সংবাদ

সাতকানিয়ায় ‘বন্ধুকযুদ্ধে’ ২১ মামলার আসামি নিহত

ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):   চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ২১ মামলার আসামি জামায়াত নেতা আবুল বশর (৪০) নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার কাঞ্চনা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে পুলিশ আবুল বশরকে পার্শ্ববর্তী বাঁশখালি উপজেলা থেকে আটক করে। আটকের পর ভোর সোয়া ছয়টায় তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় সাতকানিয়া থানার একদল পুলিশ। এ সময় বশরের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে তার সহযোগীদের গুলিতে বশর নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক এবং একটি এলজি উদ্ধার করে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ২১টি মামলা রয়েছে বলে জানান ওসি।

Show More

আরো সংবাদ...

Back to top button