জাতীয়

জঙ্গিবাদের অর্থদাতাদের খুঁজে বের করুন, বিমসটেক নেতাদের প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জঙ্গিবাদের অর্থ ও প্রশিক্ষণদাতাদের খুঁজে বের করতে বিমসটেক নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভারতের গোয়ায় বিমসটেকের নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিমসটেকের মধ্যে আমরা জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। বিমসটেক সম্মেলনের সভাপতিত্ব করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমসটেকের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও বক্তব্য রাখেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা তৈরিতে তরুণদের জন্য, পরিবারের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিমসটেকের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, সাধারণভাবেই বলা যায় আমাদের উন্নতির ধারাটা ধীর। তবে গ্রাউন্ডওয়ার্ক করা হয়ে গেছে, এখন সময় সেটাকে এগিয়ে নেয়ার। বিমসটেকের ১৪টি সহযোগিতার ক্ষেত্র ছাড়াও আগামী ৫ বছরে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, সংযোগ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগ বৃদ্ধি করতে হবে।

এছাড়া বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) গঠনের পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, এফটিএ বাস্তবায়নে আমাদের রাজনৈতিক ইচ্ছার প্রতি জোর দিতে হবে। এটা আমাদের আঞ্চলিক বাণিজ্য ও বিমসটেকের কর্মকাণ্ড ও প্রোগ্রাম বৃদ্ধিতে সহায়তা করবে।

Show More

আরো সংবাদ...

Back to top button