
জাতীয়
ব্লগার নাজিমুদ্দিন হত্যায় একজন আটক
ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সূত্রাপুরের ব্লগার নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রশিদুন্নবী নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং ডিবি সদসরা যৌথ অভিযান চালিয়ে রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে আটক করেছে।
এক ক্ষুদে বার্তায় আজ ডিএমপির গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে ওই ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয়।