জাতীয়

রাজধানীর একটি ভবনে অগ্নিকাণ্ড

ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর উত্তর মুগদাপাড়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ২০নং হোল্ডিংয়ের পাঁচ তলা ভবনের তিন তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন জানান, সকালে একটি ফ্ল্যাটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button