রাজনীতি

চীন বিএনপিকে গুরুত্ব দেয়ায় কটাক্ষ করছে সরকার : বিএনপি

ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

চীনা রাষ্ট্রপতির কাছে জাতীয় সংসদের বিরোধীদলের চেয়ে বিএনপি বেশি গুরুত্ব পেয়েছে মনে করে আত্মতুষ্টিতে ভুগছেন দলের নেতাকর্মীরা। তারা মনে করছেন, চীনা রাষ্ট্রপতির সফরে আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি গুরুত্ব পেয়েছে। আর এ কারণে ক্ষমতাসীন দলের নেতারা বিএনপি নেতাদের কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন।

বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এক নেতা জানান, সবাই জানে বর্তমানে অবৈধ ভোটারবিহীন সরকার বাংলাদেশে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে ‘গৃহপালিত’ বিরোধীদল। সরকারের সঙ্গে বৈঠক করলেও চীনা রাষ্ট্রপতি তাদের ‘গৃহপালিত’ বিরোধীদলের সঙ্গে বৈঠক করেনি। এতেই প্রমাণিত হয় চীনা রাষ্ট্রপতি বিএনপিকে কতটুকু গুরুত্ব দিয়েছে। এ কারণে আওয়ামী লীগ নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে।

বিএনপির আন্তর্জাতিক উইংয়ের একজন গুরুত্বপূর্ণ নেতা ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। চীনা রাষ্ট্রপতির সফর নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বিএনপিকে ‘নালিশ পার্টি’ বলছেন এর প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ জাগো নিউজকে বলেন, এগুলো হলো রাজনৈতিক বক্তব্য। এসবের কোনো মানে নাই। নালিশ পার্টি হলে চীনা প্রেসিডেন্ট খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেন না।

তিনি বলেন, চীন জানে কিভাবে বাংলাদেশের নির্বাচন হয়েছে। তাই বিরোধীদলের নেতার সঙ্গে বৈঠক করেনি। বিএনপি বিরোধীদলে না থাকলেও গুরুত্ব অনুযায়ী মূল্যায়ন করেছে। এ নিয়ে আওয়ামী লীগ নেতারা যেসব মন্তব্য করছেন তা কথার কথা মাত্র।

জাগো নিউজকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি এগুলোকে গুরুত্ব দেই না। সরকার কী বলে-না বলে এতে কিছু যায় আসে না।

আরেক স্থায়ী কমিটির সদস্য লে জে অব. মাহবুবুর রহমান বলেন, যতটুকু সময় পাওয়া গেছে তাতে আমি মনে করি না বিএনপি চেয়ারপারসন কোনো বদনাম করেছেন। সেখানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের রিলেশন পার্টি টু পার্টি রিলেশনের বিষয়ে আলোকপাত করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button