রাজনীতি

জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গিসঙ্গী বর্জন করতে হবে: ইনু

ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘উন্নয়নের ধারা বেগবান করতে জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গিসঙ্গী খালেদাকে বর্জন করতে হবে।’

রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন আশিয়ান মেডিকেল কলেজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নয়নের ধারার সূচনা হয়েছে। অপরদিকে বেগম জিয়া বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু জঙ্গির সঙ্গীই নন, শান্তি ও উন্নয়নের পথেও সবচেয়ে বড় বাধা।’

জনসভায় জাসদ নেতৃবৃন্দের মধ্যে দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, ড. আনোয়ার হোসেন, মীর হোসেন আখতার, নূরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু প্রমূখ বক্তব্য রাখেন।

Show More

আরো সংবাদ...

Back to top button