
আন্তর্জাতিক
ব্রাজিলে কারাগারে সংঘর্ষ, নিহত ২৫
ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ব্রাজিলের একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে সাতজনকে শিরোশ্ছেদ ও ছয়জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার কারাগারে সাক্ষাতের সময় এই ঘটনা ঘটে। এসময় একশোজনের মতো সাক্ষাৎকারীকে জিম্মি করা হয়। সংঘর্ষ শেষ হওয়ার পর অবশ্য তারা মুক্ত হন।
একটি কারাগারে থাকা বন্দীরা অন্য কারাগারের সেকশন ভেঙে ফেলার পরপরই এই সংঘর্ষ শুরু হয়। ভেঙে ফেল কারাগারে অন্য একটি প্রতিপক্ষ গ্রুপ।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কারাগারে এক হাজার ৪০০ জন রয়েছে। অথচ এতে ধারণ ক্ষমতা ৭৪০ জন।