
আইন ও আদালত
ব্লগার নাজিমউদ্দিন হত্যায় সন্দেহভাজন একজন গ্রেফতার
ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাশেদুন্নবী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর সায়েদাবাদ থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের গণমাধ্যম শাখার এডিসি মো. ইউসুফ আলী আজ সকালে জানান।
দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
নাজিমউদ্দিন সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র। ৬ এপ্রিল রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন।