
বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, বাংলাদেশের মানুষ খুবই পরিশ্রমী ও কর্মঠ। তারা পিছিয়ে থাকতে জানে না।
মঙ্গলবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত দক্ষিণ রাকুদিয়া গ্রাম সমিতির সুবিধাভোগী নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন আয়বর্ধক প্রকল্প পরিদর্শন শেষে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এ কথা বলেন।
জিম ইয়ং কিম আরো বলেন, এসডিএফর নগর জীবন প্রকল্পের সহায়তা নিয়ে দরিদ্র নারীরা স্বাবলম্বী হয়েছে দেখে তিনি অত্যন্ত খুশী। বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ প্রকল্পের অর্থায়ন করার পর রাকুদিয়া গ্রামের দরিদ্র নারীরা প্রশিক্ষণ পেয়ে পশুপালন,মাছ ও সবজি চাষ করে জীবনমানের উন্নয়ন করেছে। তাদের ছেলে মেয়েরা এখন স্কুলে যাচ্ছে। অতি দরিদ্র নারীরা ভাল আয় করছে।
প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে জানান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
এর আগে সকাল ৯টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দক্ষিন রাকুদিয়া গ্রাম সমিতি কার্যালয়ে পৌঁছলে সমিতির সভাপতি হনুফা বেগম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সমিতি কার্যালয়ে এসডিএফর ব্যবস্থাপনা পরিচালক এজেডএম শাখাওয়াত হোসেন রাকুদিয়া গ্রামে নবজীবন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে অবহিত করেন।
এ প্রকল্পের সুবিধাভোগী মণি রাণী শীল তাদের দারিদ্র জয় করার সংগ্রামের বর্ণনা তুলে ধরেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের কাছে।
পরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট যান উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভরসাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শনে। সেখানে তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারাও রোপণ করেন।
পরে একই গ্রামের গ্রামীন শক্তি পরিচালিত সৌর বিদ্যুতের সুফলভোগী সত্তার ব্যাপারীর বাড়ি পরিদর্শন করেন।
পৃথক এ দুই কর্মসূচিতে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. মেজবাহউদ্দিন,এসডিএফ চেয়ারম্যান মাইনুল ইসলাম চৌধুরী ও আঞ্চলিক পরিচালক নজরুল আলম সরদার।
বিশেষ হেলিকপ্টারযোগে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সকাল সাড়ে ৮টায় বরিশাল বিমান বন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান বরিশাল ২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। দুপুর ১২টায় বিশ্বব্যাংক একই হেলিকপ্টারযোগে রাজধানীর উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।