
জাতীয়
রাজধানীতে অজ্ঞান পার্টির ১৭ সদস্য আটক
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীতে বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টি চক্রের ১৭ জন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছন ডিএমপি মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান।
তিনি জানান, আটককৃতরা খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে মালামাল নিয়ে যেত।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এসি হাফিজুর।