জাতীয়

যশোরের সীমান্ত থেকে ৪৯ বাংলাদেশি আটক

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের অভিযোগে ৫ শিশু ও ১৪ নারীসহ ৪৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল-দৌলতপুর সড়কের গাড়িপাড়া নামক স্থান থেকে তাদের আটক কর‍া হয়।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোলের গাতিপাড়া থেকে ৪৯ বাংলাদেশি আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল্লা ওয়াফি বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরের দিকে আটকদের যশোর আদালতে পাঠানো হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button